বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা ও পুনঃবীমা প্রতিষ্ঠান হিসাবে সাধারণ বীমা কর্পোরেশন বৃহৎ পরিসরে বাংলাদেশের বীমা ব্যবসায় বৃহৎ সহযোগীর ভূমিকা পালন করছে। বাংলাদেশের বীমা ব্যবসার উন্নতির জন্য বীমা, পুনঃবীমা ও প্রয়োজনীয় ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমা সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধানে সাধারণ বীমা কর্পোরেশন সবসময় অতি উৎসাহের সাথে গ্রাহক সেবা দিয়ে থাকে ।
এ ছাড়াও সাধারণ বীমা কর্পোরেশন তার মুল্যবান গ্রাহকদেরকে ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে নিন্মোক্ত পন্থায় সেবা দিয়ে থাকে –
১. পূর্ব-দায়গ্রহণের তদন্ত সেবা ।
২. ঝুঁকি ব্যবস্থাপনায় বিদেশী বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ নেয়ার সুযোগ রয়েছে সাধারণ বীমা কর্পোরেশনের।
৩. ঝুঁকি এবং ক্ষতির পূর্ব ও পরের হিসাব মুল্যায়নের জন্য সাধারণ বীমা কর্পোরেশন সবসময় দক্ষ্য ও পেশাধারী সার্ভেয়ারদেরকে নথিভুক্ত করে । এখানে উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) এর অফিস থেকে সার্ভেয়ার প্রতিষ্ঠানসমুহের লাইসেন্স প্রদান করা হয়।